উত্তর : স্ত্রী ১/৪ অংশ পাবে। যেহেতু তার সন্তান বা পুত্রের সন্তান নেই। আর সহোদর ভাইয়ের পুত্ররা একমাত্র অবশিষ্টভোগী ‘আছাবাহ’ হিসাবে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, সম্পদ অংশীদারদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী বণ্টন কর। তারপর যা অবশিষ্ট থাকবে তা নিকটতম পুরুষের প্রাপ্য (বুখারী হা/৬৭৪৬; মুসলিম হা/১৬১৫)।
-ইহসান এলাহী যহীর, কোরপাই, কুমিল্লা।