ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষার ফলাফল

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। বিস্তারিত নিমণরূপ :

ইবতেদায়ী শিক্ষা সমাপনী : ২০১৯ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৪ জন ছাত্র ও ৪৪ জন ছাত্রী মোট ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪৪ জন জিপিএ ৫ (A+), ৪৭ জন A, ৬ জন A- গ্রেড এবং ১ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের মধ্যে ২৭ জন A+, ২১ জন A, ৫ জন A- ও ১ জন B গ্রেড এবং ছাত্রীদের মধ্যে ১৭ জন A+, ২৬ জন A এবং ১ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জেডিসি : ২০১৯ সালের জেডিসি পরীক্ষায় ৫১ জন ছাত্র ও ৩০ জন ছাত্রী মোট ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৬ জন জিপিএ ৫ (A+), ৭৩ জন A ও ২ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের মধ্যে ২ জন A+, ৪৮ জন A ও ১ জন A- গ্রেড এবং ছাত্রীদের মধ্যে ৪ জন A+, ২৫ জন A ও ১ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী-এর ২ জন ছাত্র ও ২ জন ছাত্রী ‘ট্যালেন্টপুলে’ এবং ৫ জন ছাত্র ও ২ জন ছাত্রী ‘সাধারণ’ গ্রেডে সর্বমোট ১১ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হ’ল : ছফিউর রহমান (রাজশাহী), তামীম ফায়ছাল (রাজশাহী), মীযা মাহিয়া (রাজশাহী), মুস্তাকীমা মা‘রূফা (দিনাজপুর)। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হ’ল : আব্দুল্লাহ (রাজশাহী), ইয়াসীন আরাফাত (মেহেরপুর), খালিদ (রাজশাহী), ইমদাদুল হক (রাজশাহী), আব্দুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া), মিশকাতুন নিসা (বগুড়া), উমামা বিনতু তারিক (পাবনা)।

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মারকাযের সাফল্য

ক. মহানগর পর্যায় :

গত ৭ই জানুয়ারী’২০ মঙ্গলবার সকাল ৯-টায় ‘বাংলাদেশ শিশু একাডেমী’-এর উদ্যোগে রাজশাহী কার্যালয়ে মহানগর পর্যায়ে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০’ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৪০ জন ছাত্র অংশগ্রহণ করে ১৬ জন বিজয়ী হয়। এদের মধ্যে বিভিন্ন গ্রুপে ৫ জন ১ম স্থান, ৭ জন ২য় স্থান এবং ৪ জন ৩য় স্থান অধিকার করে। উল্লেখ্য যে, মারকাযের ছাত্ররা ক গ্রুপের ক্বিরাআতে ১ম, ২য় ও ৩য় স্থান, খ গ্রুপের ক্বিরাআতে ২য় ও ৩য় স্থান এবং গ গ্রুপের ক্বিরাআতে ২য় ও ৩য় স্থান অধিকার করে।

খ. যেলা পর্যায় :

গত ১০ই জানুয়ারী’২০ শুক্রবার সকাল ১০-টায় ‘বাংলাদেশ শিশু একাডেমী’-এর উদ্যোগে রাজশাহী কার্যালয়ে যেলা পর্যায়ে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী-এর ছাত্ররা অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। যা নিমণরূপ- ১. অর্থসহ ক্বিরাআত (ক গ্রুপ) : ১ম স্থান- মুহাম্মাদ আরযুল ইসলাম (রাজশাহী)। ২. দৌড় : ১ম স্থান- ফযলে রাববী (গাইবান্ধা)। ৩. ব্যাডমিন্টন : ১ম স্থান- মুহাম্মাদ আব্দুল্লাহ (নওগাঁ)।

দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা

ইবতেদায়ী শিক্ষা সমাপনী : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালের অনুষ্ঠিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ২২ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এদের মধ্যে ২ জন A(+), ১৩ জন A, ৭ জন A- এবং ৩ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। A+ প্রাপ্তরা হল, তাসনীম সুলতানা (তুলইগাছা, সাতক্ষীরা), ফাতিমা তাহসীন (ধানদিয়া, ঐ)।

জেডিসি : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় ২২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ছাত্র ২০ জন ও ২ জন ছাত্রী। এদের মধ্যে ১৪ জন A, ৮ জন A- এবং ৩ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।






আরও
আরও
.