ষষ্টিতলা, যশোর ১৮ ও ১৯শে এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বাদ আছর যেলা সদরের টাউন আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে দু’দিন ব্যাপী যেলা ও উপযেলা কর্মপরিষদ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয তরীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব ও আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বযলুর রশীদ, সেক্রেটারী মাওলানা মুনীরুয্যামান, যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয তরীকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক ছাবিবর হোসাইন, প্রচার সম্পাদক শাহীনুর রহমান প্রমুখ। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আলহাজ্জ আব্দুল আযীয ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি আলহাজ্জ আবুল খায়ের। প্রশিক্ষণে কুরআন তেলাওয়াত করেন আয়ায রহমান, মুহাম্মাদ বখতিয়ার, ওবায়দুর রহমান এবং জাগরণী পরিবেশন করেন যেলা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক তুরাব আলী। উল্লেখ্য যে, ড. নূরুল ইসলাম উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

তানোর, রাজশাহী ২১শে এপ্রিল রবিবার : অদ্য সকাল ৯-টায় যেলার তানোর উপযেলাধীন গুবীরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ তানোর উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তানোর উপযেলা সভাপতি মুহাম্মাদ আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল খালেক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আফাযুদ্দীন, দফতর সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম এবং রাজশাহী-সদর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নাজীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রেযাউল করীম।






মাসিক তাবলীগী ইজতেমা
সংগঠন সংবাদ
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক তাবলীগী ইজতেমা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
তা‘লীমী বৈঠক
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কর্মী ও সুধী সমাবেশ
এজেন্ট ও সুধী সমাবেশ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
যুবসংঘ (যেলা সমূহ পুনর্গঠন)
আরও
আরও
.