ভারতের মহাকাশ কূটনীতির অংশ হিসাবে দেশটি তার ৫ প্রতিবেশী যথা ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ৫টি বৃহৎ গ্রাউন্ড স্টেশন ও ৫ শতাধিক ছোট টার্মিনাল স্থাপন করবে। এই অঞ্চলে চীনা প্রভাব প্রতিরোধে প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মহাকাশ হাতিয়ার ব্যবহার করছে। এ ধরনের প্রকল্প পরে আফগানিস্তানেও স্থাপন করা হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ছাড়াও এই উদ্যোগের ফলে ভারতের কৌশলগত এসেটগুলো তাদের মাটিতে রাখতে সহায়তা করবে। টেলিভিশন সম্প্রচার, টেলিফোন, ইন্টারনেট, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেলিমেডিসিনের মতো ব্যাপারে এসব স্টেশন ও টার্মিনালগুলো ব্যবহার করা হবে। সূত্র জানায়, ৫টি গ্রাউন্ড স্টেশনের প্রথমটি স্থাপন করা হবে ভুটানের রাজধানী থিম্পুতে। এর ফলে ভুটানের প্রত্যন্ত অনেক এলাকাতেও টেলিভিশন দেখা যাবে। উল্লেখ্য, এসব দেশ ভারত সরকারকে ৭.৫ মিটার অ্যান্টিনাসহ পূর্ণাঙ্গ গ্রাউন্ড স্টেশন স্থাপন করার জন্য অনুরোধ করেছে। ইতিমধ্যেই ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ভারত সফর করে প্রকল্পটি চূড়ান্ত করে। এতে অন্তত ১০০টি টার্মিনাল সারা দেশে স্থাপন করা হবে। এছাড়া সম্ভবত ঢাকায় একটি বৃহৎ গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে।






বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
ভারতীয় বিমান বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ
প্রাণী যবহে হালাল পদ্ধতিই সবচেয়ে মানবিক
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার
মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে
নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে সবাইকে স্থানান্তরের আশা (ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা)
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখের বেশী
পৃথিবীর সবচেয়ে দরিদ্র ৫টি দেশ
রাজশাহী পবা উপযেলা এসি ল্যান্ডের ‘মাটির মায়া’
আরও
আরও
.