উত্তর : জিন বা অন্য কোন প্রাণীকে খুশি করার জন্য ভবনের ভিতে সোনা-রূপা বা অন্য কিছু প্রদান করা শিরক। কারণ উপকার বা ক্ষতি করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে (বিন বায, মাজাল্লাতুদ দাওয়াহ সংখ্যা ১৬০২, পৃ. ৩৪; ছালেহ ফাওযান, আস সিহরু ওয়াশ-শাঊযা পৃ. ৮৬-৮৭)। আল্লাহ বলেন, ‘আর তিনিই উপাস্য নভোমন্ডলে এবং তিনিই উপাস্য ভূমন্ডলে। তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ’ (যুখরূফ ৪৩/৮৪)। তিনি অন্য আয়াতে বলেন, ‘বল যা আল্লাহ ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজের কোন কল্যাণ ও অকল্যাণের মালিক নই (আ‘রাফ ৭/১৮৮)। তাদের সাহায্য নেওয়া শিরক হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন, ‘আর কিছু মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইত। তাতে তারা জিনদের আত্মম্ভরিতা আরও বাড়িয়ে দিত’ (জিন ৭২/০৬)। অতএব এমন শিরকী কর্ম থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : যুলেখা ইয়াসমীন, হুগলী, ভারত।