উত্তর : জনকল্যাণমূলক যেকোন ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে। কারণ এগুলোতে মানুষের উপকারিতা রয়েছে। যেটা নিষেধ সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। যেমন ব্যবসা-বাণিজ্য বা হারানো বস্ত্ত তালাশ করা। তবে খেয়াল রাখতে হবে যাতে ঘোষণাদানে অন্য মুছল্লীদের ক্ষতি না হয় (উছায়মীন, শরহু মানযুমাতিল কাওয়াইদিল ফিক্বহিয়া ৫২ পৃ.; লিক্বাউল বাবিল মাফতূহ ১৫১/১০)।
প্রশ্নকারী : আমীর হোসাইন, গোয়াইন ঘাট, সিলেট।