যশোর ২রা নভেম্বর রবিবার : খুলনা যেলা সম্মেলন শেষ করে আমীরে জামা‘আত পরদিন রবিবার সকালে ট্রেন লেইট থাকায় প্রাইভেট কার যোগে যশোরে পৌঁছেন। সেখানে যেলা শহরের প্রাণকেন্দ্র ষষ্ঠীতলা ভোলাট্যাংক রোডে অবস্থিত ‘আল্লাহর দান’ আহলেহাদীছ জামে মসজিদে সকাল ১০-টা থেকে ১১-টা পর্যন্ত কর্মী ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ ছাড়াও বহু গণ্যমান্য সুধী যোগদান করেন। যাদের মধ্যে একজন ছিলেন যিনি ১৯৯৪ সালের ২৯শে জুলাই ঢাকার মানিক মিঞা এভেনিউয়ে মুহতারাম আমীরে জামা‘আতের ২ মিনিট ১০ সেকেন্ডের জ্বালাময়ী ভাষণের সাক্ষ্যাৎ শ্রোতা ছিলেন। যেদিন তাঁর সাথে ২০ লক্ষাধিক শ্রোতা সমস্বরে বলে উঠেছিলেন, ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’। যা এখন সংগঠনের শ্লোগানে পরিণত হয়েছে। তিনি অন্যান্যদের সাথে বিমান বন্দরে এসে সেদিনের সেই অনন্য স্মৃতি রোমন্থন করলেন। অতঃপর আমীরে জামা‘আত সবাইকে বিদায় দিয়ে সোয়া ১২-টার ফ্লাইটে ঢাকা আসেন এবং দেড়টার ফ্লাইটে ঢাকা থেকে বেলা আড়াইটায় রাজশাহী পৌঁছেন। এ সময়ে তার সফরসঙ্গী ছিলেন আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।







আরও
আরও
.