এই
প্রথমবারের মতো যমজ শিশু জন্মের রেকর্ড সৃষ্টি হ’ল বিশ্বে। সম্প্রতি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘হিউম্যান রিপ্রোডাকশন’-এর
গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ১৯৮০ সালের পর থেকে বিশ্বের
১০০টি দেশে যমজ শিশু জন্মের হার এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। এই দেশগুলোতে
৪২ জনের মধ্যে একজন যমজ হিসাবে জন্মগ্রহণ করেছেন। যা বছরে ১৬ লাখ যমজ শিশুর
সমতুল্য। বিশেষ করে গত ৪০-৫০ বছরে যমজ সন্তান জন্মের হার ধনী ও উন্নয়নশীল
সব দেশেই বৃদ্ধি পেয়েছে। অঞ্চল ভিত্তিতে উত্তর আমেরিকায় এই হার ৭১ শতাংশ,
ইউরোপে ৬০ শতাংশ, এশিয়ায় ৩২ শতাংশ। দু’টি ভিন্ন ডিম্বাণু থেকে জন্ম নেওয়া
শিশুর হার শীর্ষে আফ্রিকা।
দেখা গেছে, ৮০ শতাংশ ভিন্ন ডিম্বাণুজাত যমজই আফ্রিকা বা এশিয়াতে জন্মগ্রহণ করেছেন। ব্রিটিশ ফার্টিলিটি সোসাইটির চেয়ারম্যান রাজ মার্থার বলেন, ‘বেশি বয়সে নারীদের প্রথম সন্তান গ্রহণের কারণে যমজ শিশু জন্মের হার বাড়ছে’।