উত্তর : সে সাধ্যমত তাকবীর ও ক্বিরাআত করে ছালাত আদায় করবে। তার জন্য বিশুদ্ধ উচ্চারণ বা উঁচুস্বরে পাঠ শর্ত নয়। তবে তাকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ‘আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না’ (বাক্বারাহ ২/২৮৬)। অতএব সে সাধ্যমত ইমামের অনুসরণে ছালাত আদায় করবে।