উত্তর : বিশেষ পরিস্থিতিতে যোহর-আছর এবং মাগরিব-এশার ছালাত জমা‘ করা অর্থাৎ তাক্বদীম-তাখীর (আগে-পিছে) করে আদায় করা যায়। এক্ষণে এরূপ পরিস্থিতিতে পরীক্ষার পূর্বে যোহর ও আছরের ছালাত এক সাথে আদায় করবে এবং পরীক্ষা শেষে মাগরিব পিছিয়ে এশার সাথে উভয় ওয়াক্তের ছালাত একই সময়ে আদায় করবে (মুসলিম হা/৭০৫; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩০৯; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৩৯৩)। তবে এরূপ ক্ষেত্রে ক্বছর করা যাবে না বরং পূর্ণ ৪ রাক‘আত ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, মিরপুর, ঢাকা।