উত্তর : বোনের নাতনী বোনের মতই মাহরাম। তথা বোনের নাতনী নিজের নাতনীর সমতুল্য। সুতরাং বোনের নাতনীকে বিবাহ করা হারাম। আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হ’ল- তোমাদের মা, মেয়ে, ফুফু, খালা, ভাতিজী, ভাগিনেয়ী’ (নিসা ৪/২৩)। উক্ত আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেন, ‘ভাগিনেয়ী’ বলতে বোনের মেয়েসহ তাদের অধঃস্তন সকল নারী। সুতরাং তাদের সকলেই মাহরাম। বোনের নাতনী হারাম হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা‘ রয়েছে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব, কুরতুবী, ইবনু কাছীর উক্ত আয়াতের তাফসীর দ্রষ্টব্য)।
প্রশ্নকারী : মোতালেব, বাগাতিপাড়া, নাটোর।