উত্তর : যদি বিলম্বে ঋণ পরিশোধ করার সুযোগ থাকে তাহ’লে বিবাহ করে ধীরে ধীরে ঋণ পরিশোধ করবে। আল্লাহ বলেন, যদি তারা নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন (নূর ৩২)। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলার জন্য ঐ ব্যক্তিকে সাহায্য করা দায়িত্ব হয়ে যায় যে গোনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে (নাসাঈ হা/৩২১৮; ছহীহুল জামে‘ হা/৩০৫০)। তবে যদি বিলম্বে ঋণ পরিশোধ করা না যায়, তাহ’লে ধৈর্য ধারণ করবে এবং ছিয়াম পালন করবে। আল্লাহ বলেন, আর যাদের বিবাহের সঙ্গতি নেই, তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন (নূর ৩৩)।
প্রশ্নকারী : মাহদী হাসান শামীম, চিলমারী, কুড়িগ্রাম।