উত্তর : স্ত্রীর পরিবারের প্রতি স্বামী সাধ্যমত সদাচরণ করবে। রাসূল (ছাঃ) বলেছেন, অদূর ভবিষ্যতে তোমরা নিশ্চয় মিসর জয় করবে। তা এমন একটি দেশ যেখানে কীরাত (আঞ্চলিক মুদ্রার নাম) ব্যবহার হয়ে থাকে। তোমরা যখন তা জয় করবে, তখন সেখানকার অধিবাসীদের সাথে সদ্ব্যবহার করবে। কেননা তাদের সাথে সৌহার্দ্য ও আত্মীয়তার অথবা বলেছেন, সৌহার্দ্য ও শ্বশুরাত্মীয়তার সম্পর্ক রয়েছে’ (মুসলিম হা/২৫৪৩; মিশকাত হা/৫৯১৬)। অত্র হাদীছে শ্বশুর পক্ষের সাথে সদ্ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে রক্তসম্পর্কীয়দের ন্যায় তাদের প্রতি কোন হক বা অধিকার নির্ধারিত নেই (ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ২৪/০২; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব)।
প্রশ্নকারী : ওছমান গণী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।