উত্তর : আল্লাহ বলেন, তোমাদের মুক্বীম ও মুসাফিরদের জন্য ভোগ্যবস্ত্ত হিসাবে সমুদ্রের শিকার ও সামুদ্রিক খাদ্য হালাল করা হ’ল’ (মায়েদাহ ৫/৯৬)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সমুদ্রে্র পানি পবিত্র আর এর মৃত জীব হালাল (আবুদাউদ হা/৮৩; মিশকাত হা/৪৭৯; ছহীহাহ হা/৪৮০)।
সুতরাং শামুক, অক্টোপাস, স্কুইড ইত্যাদি প্রাণী রুচিকর হ’লে এবং
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হ’লে খেতে বাধা নেই। তবে যে সকল সামুদ্রিক
প্রাণী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো হারাম। আল্লাহ বলেন,
‘তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না’ (বাক্বারাহ ২/১৯৫)।