উত্তর : গল্প-উপন্যাস যদি ইসলামী আকবীদা বিরোধী না হয় এবং চরিত্র গঠন ও শিক্ষামূলক হয়, তবে তা লেখা যাবে। যেমন প্রয়োজনে শিক্ষামূলক কবিতা পড়া যায়। মা আয়েশা (রাঃ) বলেন, একদা কবিতা সম্পর্কে রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, ‘এগুলি কিছু বাক্য মাত্র। অতএব এর ভালটি ভাল এবং মন্দটি মন্দ’ (দারাকুৎনী, মিশকাত হা/৪৮০৭ ‘শিষ্টাচারসমূহ’ অধ্যায় ‘বক্তৃতা ও কবিতা’ অনুচ্ছেদ)। তবে তা যদি নিছক খেল-তামাশা ও লোকদের হাসানোর উদ্দেশ্যে লেখা হয়, তবে জায়েয হবে না (উছায়মীন, ফাতাওয়া নূরুন আ‘লাদ-দারব ১/৩৩৫)। রাসূল (ছাঃ) বলেছেন, ‘দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে কথা বলার সময় মিথ্যা বলে, যাতে লোকেরা হাসে’ (আবুদাউদ হা/৪৯৯০; মিশকাত হা/৪৮৩৪)।
-আব্দুর রহমান, উত্তরা, ঢাকা।