উত্তর : এটি
জায়েয হবে না। কারণ এতে মিথ্যার আশ্রয় নেওয়া হবে। যদিও এটি রাষ্ট্রীয়
যুলুম এবং এর জন্য সরকার আল্লাহর কাছে দায়ী থাকবে। রাসূল (ছাঃ) বলেন,
‘সত্ত্বর আমার পরে তোমাদের উপর যালেম শাসকদের আগমন ঘটবে এবং এমন কিছু
কাজসমূহ দেখবে, যা তোমরা অপসন্দ করবে। ...এ সময় তাদের হক (প্রাপ্য) তাদের
দাও এবং তোমাদের হক আল্লাহর নিকট চাও’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৬৭২)। আর শাসকরা অবশ্যই তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৩৬৮৫)। প্রজাদের প্রতি খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরণ করলে ঐ শাসকের জন্য জান্নাতকে হারাম করা হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৬৮৬)।