উত্তর : দুধ মা সাব্যস্ত হওয়ার জন্য দু’টি শর্ত রয়েছে। প্রথমতঃ দুধ পান করার বয়সে দুধ পান করাতে হবে (বুখারী হা/২৬৪৭; মিশকাত হা/৩১৬৮)। দ্বিতীয়তঃ পৃথক পৃথক সময়ে পাঁচবার দুধ পান করাতে হবে (মুসলিম হা/১৪৫১; মিশকাত হা/৩১৬৭; আশ-শারহুল মুমতে‘ ১২/১১২-১১৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘একবার বা দু’বার দুধপান অথবা এক চুমুক বা দু’চুমুক হারাম সাব্যস্ত করে না (মুসলিম হা/১৪৫১; মিশকাত হা/৩১৬৪)। প্রশ্নমতে যেহেতু নানী নিশ্চিত যে বাচ্চা দুধ পান করেনি, সেহেতু ভাগ্নে মামার দুধ ভাই হিসাবে গণ্য হবে না।
প্রশ্নকারী : রণি* আহমাদ, জয়পুরহাট।
[* শুধু আহমাদ নাম রাখুন (স.স.)]