উত্তর :
উক্ত পেশা মৌলিকভাবে হারাম নয়। তবে এর মাধ্যমে যদি অন্যায় কর্মে সহযোগিতা
করা হয়, তাহ’লে গুনাহের কাজে সহযোগিতা করা হবে। আর আল্লাহ তা‘আলা গুনাহের
কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন (মায়েদাহ ২)। উপ মহাদেশে প্রচলিত
আইন সমূহের অধিকাংশ কুরআন ও হাদীছের বিরোধী। তাই মুসলিম আইনজীবী ও আইন
প্রণেতাদের উচিত এগুলি পরিবর্তনে সচেষ্ট হওয়া। কেননা আল্লাহ বলেন, ‘যে কেউ
সৎ সুফারিশ করবে, সে তার অংশ পাবে এবং যে কেউ মন্দ সুফারিশ করবে, সে তার
অংশ প্রাপ্ত হবে। আর আল্লাহ হ’লেন সকল বিষয়ে শক্তি দাতা’ (নিসা ৪/৮৫)।