উত্তর : প্রথমতঃ এসকল দেশে দীর্ঘ সময়ের জন্য গমন থেকে দূরে থাকতে হবে। কারণ এসব দেশগুলোতে অবস্থান করে ঈমান রক্ষা করা অতীব কঠিন (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৩/৩০, ৬/১৩৮)। দ্বিতীয়তঃ এই দেশগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণ বা ইসলামের দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে যেতে হ’লে ঋণ গ্রহণ থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং বিকল্প ব্যবস্থা নিবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/৫৮)। যদি একান্ত বাধ্য হ’তেই হয় তাহ’লে অপারগ অবস্থায় তাদের রাষ্ট্রীয় নিয়মের অধীনে লেনদেন করবে এবং আল্লাহর নিকট অধিকহারে ক্ষমা চাইবে (বাক্বারাহ ২/১৭৩)।
প্রশ্নকারী : ইউসুফ আলী, নিউইয়র্ক, আমেরিকা।