উত্তর : রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন (বুখারী হা/৪৫০; মুসলিম হা/৫৩৩)।
সুতরাং এ উদ্দেশ্যে দান করে থাকলে তা নেকীর কাজ হিসাবে গণ্য হবে। কিন্তু
মীলাদ-ক্বিয়ামসহ বিদ‘আতী কর্মকান্ডকে উদ্দেশ্য করে দান করা হ’লে, গুনাহের
কাজে সহযোগিতা বলে গণ্য হবে (মায়েদাহ ২)। এ সমস্ত কার্যক্রম বন্ধ
করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্ভব না হ’লে দান করা থেকে বিরত
থাকতে হবে। অতএব দান করার পূর্বে সবকিছু যাচাই করতে হবে।