উত্তর : বিশ্বাস
নিয়ে এসকল বানোয়াট রাশিফল পাঠ করলে কেবল উক্ত বিধানই নয়, বরং তা কুফরী
হিসাবে গণ্য হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে গেল এবং
সে যা বলে তা বিশ্বাস করল, ঐ ব্যক্তি মুহাম্মাদ-এর প্রতি যা অবতীর্ণ হয়েছে,
তার সাথে কুফরী করল’ (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/৪৫৯৯, সনদ ছহীহ)। এক্ষণে তওবা করার পর চল্লিশ দিনের ছালাত পুনরায় আদায় করতে হবে না। কারণ তওবা পূর্বের পাপকে মিটিয়ে দেয় (যুমার ৩৯/৫৩; ইবনু মাজাহ হা/৪২৫০; মিশকাত হা/২৩৬৩)।