প্রশ্ন (৭/২৮৭) : ৭ দিনে মাথার চুল ন্যাড়া করে ওই চুলের সমপরিমাণ রূপা ছাদাক্বা করার হাদীছটি কি ছহীহ? এক্ষেত্রে রূপাই ছাদাক্বা করতে হবে না সমপরিমাণ অর্থ দিলেই যথেষ্ট হবে?
685 বার পঠিত
উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি ‘হাসান’ (তিরমিযী, আলবানী, মিশকাত হা/৪১৫৪)। রূপার পরিবর্তে তার মূল্য দান করলেই যথেষ্ট হবে (উছায়মীন, শারহুল মুমতে‘ ৭/৪৯৫)।