উত্তর : বিনা ওযরে কফিন বক্সে রেখে দাফন করা শরী‘আত সম্মত নয়। রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরামের আমলে এমন পদ্ধতি চালু ছিল না। বরং কবরের সাধারণ মাটিতে রেখে লাশ দাফন করবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২/৩১২)। এক্ষণে লাশ যদি পুড়ে যায় বা বন্যায় ভেসে যাওয়ার আশংকা থাকে বা গলে যায়, আর তা স্বাভাবিকভাবে বহন করা না যায় তাহ’লে কফিনে রাখা অবস্থায় দাফন করা যাবে। অনুরূপভাবে মাটি যদি কবরের জন্য অনুপযোগী হয় বা ভেঙ্গে পড়ে যায় তাহ’লে কফিনে রেখে দাফন করা যায় (ইবনু কুদামাহ, মুগনী ২/৩৭৬; মারদাভী, আল-ইনছাফ ২/৫৪৬; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২/১১৯)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মেরাজ, নিয়ামতপুর, নওগাঁ।