উত্তর : আড়াই চাঁদের ছিয়াম বলে শরী‘আতে কিছু নেই। বরং এটি স্পষ্ট বিদ‘আত। সুতরাং এই মানত পূরণ করা নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর আনুগত্যের মানত করে, তাহ’লে সে যেন তা পূরণ করে। আর কোন ব্যক্তি যদি নাফরমানীর মানত করে, সে যেন তা পূরণ না করে’ (বুখারী, মিশকাত হা/৩৪২৭)। তবে সাধারণভাবে যে কোন মানতের ছিয়াম পালন করা ওয়াজিব। আর এটি ধারাবাহিকভাবে পালন করার নিয়ত করে থাকলে ধারাবাহিক ভাবেই পালন করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪০/১৬৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামূন, ময়মনসিংহ।