উত্তর : সে ক্ষমা পাবে ইনশাআল্লাহ। কারণ তিন ব্যক্তির উপর থেকে শরী‘আতের বিধান পালনের বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে পাগল অন্যতম (আবুদাঊদ হা/৪৪০১; মিশকাত হা/৩২৮৭)। কিয়ামতের দিন তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলবে, হে আল্লাহ আমাদের কাছে ইসলামের বিধান এসেছিল। কিন্তু আমরা পাগল থাকার কারণে তা বুঝিনি। বরং আমাদের পাগলামীর কারণে শিশুরা আমাদেরকে বিষ্ঠা ছুঁড়ে মারত। অতঃপর আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য আগুনের দিকে দৌড়াতে বলবেন। তারা যদি তাঁর নির্দেশ মেনে সেখানে যায়, তাহ’লে তা ঠান্ডা ও আরামদায়ক হয়ে যাবে। আর আদেশ পালন না করলে জাহান্নামে নিক্ষেপ করা হবে (আহমাদ হা/১৬৩৪৪; ছহীহাহ হা/১৪৩৪)।