উত্তর :
মাযার কেন্দ্রিক কোন মসজিদেই ছালাত আদায় করা যাবে না। অনুরূপ মসজিদের জমিতে
কবর হ’লে সেখানেও ছালাত হবে না। সুতরাং মাযার বা কবর আগের হ’লে সেখান থেকে
মাসজিদ দূরে সরাতে হবে। আর মসজিদ আগে থেকে নির্মিত হয়ে থাকলে, কবর
স্থানান্তর করতে হবে। কারণ রাসূল (ছাঃ) কবরস্থানে ছালাত আদায় করতে নিষেধ
করেছেন (ছহীহ ইবনু হিববান হা/২৩১৪, সনদ ছহীহ)। শায়খ আলবানী বলেন, وسواء في ذلك أكان القبر قبلته أو عن يمينه أو عن يساره أو خلفه (আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃঃ ৩৫৭)। তবে দেওয়াল দিয়ে কবরস্থান পৃথক করা থাকলে দোষ নেই।