উত্তর : একই মসজিদে একাধিক জুম‘আ কায়েম করা যাবে না। ইসলামের ইতিহাসে এমন পদ্ধতি কোথাও চালু ছিল না। বরং মসজিদ সম্প্রসারণ করবে এবং একটি বড় জামা‘আতের উপর প্রতিষ্ঠিত থাকবে। জুম‘আর জামা‘আত না পেলে পরে যোহরের ছালাত জামা‘আতে বা একাকী আদায় করবে। অতএব একই মসজিদে একাধিকবার জুম‘আ আদায় করা জায়েয নয় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/২৬২)।
প্রশ্নকারী : রবীউল ইসলাম
রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।