উত্তর : মসজিদের কল্যাণার্থে নীচে বা উপরে মার্কেট, বাসস্থান বা গবেষণা সেন্টার নির্মাণে কোন বাধা নেই (ফাতাওয়া নাযীরিইয়াহ ৩/৩৬৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২২০)। ইমাম ইবনু তাইমিয়াহ (রহঃ) বলেন, ‘মসজিদের নীচে দোকানপাট ও পানির হাউয তৈরী করা যায়। তাতে কোন ক্ষতি নেই’ (মাজমূ‘উল ফাতাওয়া ৩১/২১৭-১৮, ২৬১)। ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রহঃ) মসজিদের নীচে ও উপরে ভবন নির্মাণ জায়েযের পক্ষে মত দিয়েছেন, যা মসজিদের আওতাভুক্ত হবে না (আল-হিদায়াহ ৩/২০; আল-ইনাইয়া ৬/২৩৪; আল-বেনাইয়া ৭/৪৫৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ১২/২৯৬)।
প্রশ্নকারী : শফীকুযযামান, লক্ষীপুর, রাজশাহী।