উত্তর : প্রথমেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং তার মাল-সামান তার কাছে পৌঁছে দিবে বা তার কাছে ব্যবহারের অনুমতি নিবে। যদি যোগাযোগ করা সম্ভব না হয়, তাহ’লে তার জন্য এক বছর অপেক্ষা করবে। যদি এক বছরের মধ্যে তার সন্ধান পাওয়া না যায়, তাহ’লে তার জিনিসপত্র ব্যবহার করা যেতে পারে এবং যেকোন সময় দাবী করলে ফেরত দিতে হবে। অথবা ঐ ব্যক্তির মাল-সামানের আনুমানিক মূল্য ধরে তার নামে ছাদাক্বা করে দেওয়া যেতে পারে। উল্লেখ্য যে, ছাদাক্বা করার পরেও যদি সে তার জিনিস দাবী করে তাহ’লে তাকে ফেরত দিতে হবে এবং উক্ত ছাদাক্বার ছওয়াব ছাদাক্বা দানকারী পেয়ে যাবে (বুঃ মুঃ মিশকাত হা/৩০৩৩; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩০/৪১৩-১৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/৪১, ফৎওয়া ক্রমিক ৮৪০৬)। তবে মূল্যবান কিছু না হ’লে বা সামান্য কিছু হ’লে ব্যবহার করায় দোষ নেই (ইরওয়া হা/১৫৫৯; ইবনু কুদামাহ, মুগনী ৬/৭৬)।
প্রশ্নকারী : মাহমূদুল হাসান, চিরিরবন্দর, দিনাজপুর।