উত্তর :
শরী‘আতের বিধান হ’ল, সব কিছু ত্যাগ করে ছালাত আদায় করতে হবে। রাসূল (ছাঃ)
বলেন, ‘যাঁর হাতে আমার জীবন তাঁর কসম করে বলছি, আমার মন চায় আযান হওয়ার
পরেও যারা জামা‘আতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে
তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি’ (বুখারী ও মুসলিম, মিশকাত হা/১০৫৩)। তবে গ্রহণযোগ্য শারঈ কারণে জামা‘আতে অংশগ্রহণ করতে না পরলে দোকানেই একাকী বা জামা‘আতের সাথে ছালাত আদায় করা যেতে পারে।