উত্তর : যদি নিফাস বন্ধের পর স্বামী স্ত্রীর সাথে মিলন করে এবং স্ত্রীর হায়েয না হয় তাহ’লে এ অবস্থায় তালাক দেওয়া যাবে না, মেয়াদ যতই দীর্ঘ হোক। কেননা মিলন হয়েছে এমন তুহরে তালাক দেওয়া নিষিদ্ধ (তালাক্ব ১)। অতএব তাকে তালাক দিতে হ’লে পুনরায় হায়েয হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তার পর পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। আর যদি নিফাসের পর মিলন না করে থাকে তাহ’লে তালাক দিতে পারে (মুগনী ৭/৩৬৪-৬৫; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৩/৩৭)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম, গফরগাঁও, ময়মনসিংহ।