উত্তরঃ
মৃত ব্যক্তির নিকট কুরআন তেলাওয়াত করা যাবে না। কারণ রাসূলুল্লাহ (ছাঃ)
হ’তে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। রোগী যদি এরূপ অবস্থায় থাকেন যে,
তিনি কুরআন শুনতে চাচ্ছেন। তাহ’লে তার নিকট কুরআন পাঠ করলে তিনি এর দ্বারা
উপকৃত হবেন। আর যদি তার জ্ঞানই না থাকে, তাহ’লে তার নিকটে কুরআন পাঠ করা
যাবে না এবং জ্ঞান থেকেও যদি পাঠ করতে না বলেন তাহ’লেও পাঠ করা যাবে না।
কারণ এরূপ অবস্থায় উপকার করার মানসিকতা নিয়ে পাঠ করতে গিয়ে বিরাট ধরনের
অপকার হয়ে যেতে পারে। কারণ রোগী বিরক্ত হ’তে পারে। এমনকি বলে ফেলতে পারে
যে, আমি এসব কিছুই বিশ্বাস করি না। [নাঊযুবিল্লাহি মিন যালিক]। অতএব যদি
শুনতে চায় ও পাঠ করতে বলে তাহ’লেই পাঠ করা যাবে।