উত্তর:
আমানতের খেয়ানত করা এবং কারো গোপন কথা প্রকাশ করা কবীরা গুনাহ এবং তা
মুনাফিকের আলামত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমরা জেনে-শুনে আল্লাহ ও
রাসূলের সাথে এবং নিজেদের পারস্পরিক আমানতের খেয়ানত করোনা (আনফাল ২৭)। যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে সতর্ক থাকে তারাই প্রকৃত মুমিন (মুমিনুন ৮)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আমানতের খেয়ানত করা মুনাফিকদের চারটি স্বভাবের অন্যতম (বুখারী হা/৩৩, মুসলিম হা/২১৯)।
তবে দ্বীনের ও অন্যের জন্য ক্ষতিকর কোন গোপন কথা প্রকাশ করা যাবে। যেমন
হাদীছের শুদ্ধাশুদ্ধি বাছাইয়ের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হয়ে থাকে।