উত্তরঃ
ময়লা বলতে যদি অপবিত্র কিছু থাকে তাহলে সেখানে ছালাত আদায় করা যাবে না।
কারণ ছালাত আদায় করার জন্য স্থান পবিত্র হওয়া শর্ত। আর অন্য কোন ময়লা বা
কষ্টদায়ক কিছু থাকলে যেমন কংকর ইত্যাদি সরানো যাবে মাত্র একবার (বুখারী হা/৩৮৫, ১২০৮; মুসলিম হা/৬২০)। তবে ছালাত শুরু করার পূর্বেই স্থানটি দেখে নেয়া ভাল। উল্লেখ্য, কংকর সরানো যাবে না মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (তিরমিযী হা/৩৭৯; আবুদঊদ হা/৯৪৫)।