উত্তরঃ ছালাতের মধ্যে বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপরে বাঁধতে হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭৯৭-৯৮; আবুদাঊদ হা/৭৫৯)। এছাড়া ডান হাতকে বাম হাতের তালুর পিঠ, কব্জি ও বাহুর উপর রাখা মর্মে হাদীছ বর্ণিত হয়েছে (আবুদাঊদ হা/৭২৭; নাসাঈ হা/৮৮৯)। উল্লেখ্য, নাভীর নীচে বা উপরে হাত রাখা মর্মে বর্ণিত হাদীছ যঈফ (যঈফ আবুদাঊদ হা/৭৫৬, ৭৫৭, ৭৫৮; ইরওয়াউল গালীল হা/৩৫৩)।