উত্তর : ইমামের অনুসরণ করে তার সাথে সহো সিজদা দিবে। কারণ অনুকরণের জন্যই ইমাম নিযুক্ত করা হয় (বুখারী হা/৩৭৮; মিশকাত হা/৮৫৭)। তবে ছালাতে যদি কোন ওয়াজিব ত্যাগ করার পরেও ইমাম সহো সিজদা না দিয়ে ছালাত সমাপ্ত করেন তাহ’লে ইমামের সালাম শেষে একাকী সুন্নাতী নিয়মে সহো সিজদা দিবে। বিদ্বানগণ বলেন, মুছল্লীর উপর এটি ফরয যে, যদি ইমাম সহো সিজদা না করেন, মুছল্লীকে নিজে সেই সহো সিজদা দিতে হবে। এটিই অধিকাংশ ওলামার মত (ইবনু কুদামাহ, আল-মুগনী ২/৪৪১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/২৭৯; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৩/৩৯১)।
প্রশ্নকারী : মুহাম্মাদ শিমুল, ঢাকা।