উত্তর : প্রথমত যেনায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহর নিকট খালেছ নিয়তে তওবা করবে এবং নিজের পাপের কথা কারোর সামনে প্রকাশ করবে না (বুখারী হা/৬০৬৯; মিশকাত হা/৪৮৩০)। দ্বিতীয়ত তওবা করার পর অভিভাবকের সম্মতিতে যেকোন নেককার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে। কারণ পূর্বের ছেলের সাথে যে সম্পর্ক ছিল তা ছিল অবৈধ। রাসূল (ছাঃ) বলেন, অনুশোচনাই হ’ল তওবা। আর যে ব্যক্তি গোনাহ থেকে তাওবা করে, সে যেন গোনাহমু্ক্ত ব্যক্তির মত (তাবারাণী কাবীর হা/৭৭৫; ছহীহুল জামে‘ হা/৬৮০৩)।
প্রশ্নকারী : *তমা, মিরপুর, ঢাকা।
[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]