উত্তর :
এজন্য স্ত্রী আইনানুগ ব্যবস্থা নিতে পারে। ওয়ারিছগণ এটা আদায় না করলে তারা
কঠিন গোনাহের ভাগিদার হবেন। এমনকি কিয়ামতের দিন এ পাপের বোঝা তাদের নিজস্ব
নেকী দ্বারা পরিশোধ করতে হবে (মুসলিম, মিশকাত হা/৫১২৭)। কেননা কাফন-দাফনের পর ওয়ারিছগণের সর্বপ্রথম কাজ হ’ল মৃতের দায় পরিশোধ করা। আর এটাই হ’ল আল্লাহর নির্দেশ (নিসা ৪/১১)।