উত্তর : যদি এমনভাবে পরিবর্তন করা হয়, যাতে নতুন অবয়ব বা বিকৃত চেহারা সৃষ্টি হয় তাহ’লে তা মূর্তি বা ছবি অঙ্কনের অনুরূপ এবং আল্লাহ প্রদত্ত সৃষ্টির রূপ বিকৃত করার শামিল, যা কঠোরভাবে নিষিদ্ধ। আর এখানে মূল পার্থক্য হ’ল হাতে তৈরী প্রতিকৃতি বনাম প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট আলোর প্রতিফলন। যদি উদ্দেশ্য হয় আল্লাহ্র সৃষ্টির বিকৃতি, তবে উভয়ই গুনাহের কাজ। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘আল্লাহ লা‘নত করেছেন ঐসব নারীর প্রতি যারা অন্যের দেহে উল্কি করে ও নিজের দেহে উল্কি করায়। যারা কপাল বা ভ্রুর চুল উপড়ে ফেলে বা উপড়িয়ে নেয় এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত সরু ও ফাঁক করে। আর যেসব নারী আল্লাহ্র সৃষ্টিতে পরিবর্তন ঘটায়’ (মুসলিম হা/২১২৫)।
প্রশ্নকারী : খন্দকার রহমত, ফরিদপুর।