উত্তর : অল্প পরিমাণ হ’লে নাপাক হবে না। তবে পরিমাণে বেশী এবং দেহে বা কাপড়ে গড়িয়ে তা ভিজে গেলে সেটা নাপাক হয়ে যাবে, যা পরিধান করে ছালাত আদায় করা যাবে না। কারণ ছালাতের অন্যতম শর্ত হ’ল পোষাক পবিত্র হওয়া। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘অল্প রক্ত এবং তা থেকে উৎপন্ন পুঁজ বা রস ইত্যাদি যদি ঘৃণার উদ্রেক না করে এমন অল্প পরিমাণ হয় তবে তা ক্ষমাযোগ্য (শারহুল ঊমদাহ ১/১০৩)। ইবনু কুদামাহ (রহঃ)ও একই মত পোষণ করেছেন (আল-মুগনী ১/৪০৯)। অতএব ‘রক্ত, পুঁজ ও ক্ষতরস যদি তা যৌনাঙ্গ ব্যতীত অন্য কোন স্থান থেকে বের হয়, তবে অল্প পরিমাণ হ’লে তা ক্ষমাযোগ্য; কারণ এমন অল্প পরিমাণ থেকে সম্পূর্ণ দূরে থাকা মানুষের জন্য কষ্টকর’ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৩৬৩)।
প্রশ্নকারী : ফাতেমা বেগম, চন্দনপুরা, চট্টগ্রাম।