উত্তর : গুলি করে অজ্ঞান বা আহত করার পর পশুর জীবন থাকা অবস্থায় যবহ করা সম্ভব হ’লে তা খাওয়া জায়েয। আর মৃত্যু ঘটার পর যবহ করা হ’লে তা হারাম। কারণ আল্লাহ তা‘আলা পশু হালাল হওয়ার জন্য যবহকে শর্ত করেছেন (মায়েদাহ ৫/০৩)। হাদীছে এসেছে, সা‘দ বিন মু‘আয (রহ.) জানান যে, কা‘ব বিন মালেকের একটি দাসী ভেড়া চরাচ্ছিল। তার ভেড়া থেকে একটি ভেড়া বাঘের আক্রমণে আহত হয়। সে সেই ভেড়াটিকে ধরল এবং পাথর দিয়ে যবহ করল। পরে নবী করীম (ছাঃ)-কে এর বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হ’ল, তিনি বললেন, ‘খাও’ (বুখারী হা/৫৫০৫)।
প্রশ্নকারী : মুঈনুদ্দীন, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।