চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্যে, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা একটি বিশেষ এনজাইম আবিষ্কার করেছেন, যা ‘এ’ গ্রুপের কিডনিকে সর্বজনীন দাতা ‘ও’ গ্রুপে রূপান্তর করতে পারে। ‘ও’ গ্রুপের কিডনির তীব্র চাহিদার কারণে রোগীদের যেখানে প্রতিস্থাপনের জন্য দীর্ঘ ২ থেকে ৪ বছর অপেক্ষা করতে হ’ত, এই নতুন পদ্ধতি সেই সময়কে নাটকীয়ভাবে কমিয়ে আনবে। গবেষকরা (যাদের মধ্যে বিজ্ঞানী স্টিফেন উইদার্স অন্যতম) ইতিমধ্যেই একজন রোগীর শরীরে এই রূপান্তরিত কিডনী সফলভাবে প্রতিস্থাপন করেছেন এবং এটি কোন গুরুতর প্রতিক্রিয়া ছাড়াই কাজ করছে। নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার ফলে এখন আর কিডনিকে গ্রহীতার রক্তের গ্রুপের সাথে হুবহু মেলানোর প্রয়োজন হবে না, যা বিশ্বব্যাপী কিডনি প্রতিস্থাপনের সাফল্যের হার বহুগুণ বাড়িয়ে দিবে এবং কোটি প্রাণ বাঁচানোর সম্ভাবনা তৈরি করবে।







আরও
আরও
.