উত্তর : ওযূ করে আযান দেওয়া উত্তম (আইনী, আল-বিনায়াহ ২/১০৯)। তবে কেউ সময় স্বল্পতার কারণে ওযূ না করে আযান দিলে তাতে দোষ নেই। কারণ আযান দেওয়ার জন্য ওযূ করা শর্ত নয় (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৬/৩৪৫)। আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন’ (মুসলিম হা/৩৭৩)।
প্রশ্নকারী : মুসাফির, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।