উত্তর : এটা নিয়তের উপর নির্ভরশীল। মানতকারী লাগাতার ছিয়াম পালন করার নিয়ত করে থাকলে লাগাতার পালন করবে। আর কোন নিয়ত না করে থাকলে সুবিধামত দিনগুলোতে ছিয়াম পালন করে ত্রিশদিন পূর্ণ করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪০/১৬৬)।
প্রশ্নকারী : মাহবূব হাসান, উলিপুর, কুড়িগ্রাম।