উত্তর : উক্ত কন্যা জারজ হিসাবে গণ্য হবে না। বরং সে তার পিতার সাথে সম্পর্কিত হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৯/২৩৭)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘মুসলিমরা এ বিষয়ে একমত যে, যে কোন বিবাহকে যদি স্বামী বৈধ বিবাহ বলে বিশ্বাস করে এবং সেই বিবাহে সহবাস করে, তবে সেই ক্ষেত্রে তার ঘরে জন্ম নেওয়া সন্তান তার সন্তান হিসাবে গণ্য হবে এবং তারা (পিতা ও সন্তান) একে অপরের উত্তরাধিকারী হবে, যদিও প্রকৃতপক্ষে সেই বিবাহটি বাতিল (অবৈধ) ছিল এ ব্যাপারেও মুসলিমদের মধ্যে ঐক্যমত রয়েছে (মাজমূ‘উল ফাতাওয়া ৩৪/১৩)। তবে অধিকতর বিশুদ্ধ হচ্ছে স্ত্রী খোলা‘ করলে তা বিচ্ছিন্ন হিসাবেই গণ্য হবে। এতে রাজা‘আতের কোন সুযোগ নেই। বরং তাকে ফিরিয়ে নিতে চাইলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিবে। এক্ষণে প্রশ্নকারীর উচিৎ মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমে ফেরত নেওয়া (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ঊল ফাতাওয়া ৩২/৩০৯; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৪৫০, ৪৬৭-৪৭০)।
প্রশ্নকারী : মোতাহার, মির্জাপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।