উত্তর : বাধা নেই। কারণ মসজিদ নির্মাণের সময় কর্তৃপক্ষ যে নিয়তে যে ঘর নির্মাণ করবে সেটাই বিবেচ্য। এক্ষণে মসজিদ নির্মাণের সময় কর্তৃপক্ষ কোন ঘরকে ইমাম ও মুওয়াযযিনের জন্য নির্ধারণ করলে তারা সেখানে অবস্থান করতে পারবে। এতে শারঈ কোন বাধা নেই (রুহায়বানী, মাতালিব উলিন নুহা-৪/৩৭৬; বিন বায; উছায়মীন, ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২৩০)। অনুরূপভাবে পরবর্তীতেও কর্তৃপক্ষ চাইলে মূল ভবনের সাথে সংশ্লিষ্ট স্থানে ইমাম বা মুওয়াযযিনের ঘর নির্মাণ করতে পারে (ইবনু তায়মিয়াহ. মাজমূঊল ফাতাওয়া ৭/৩১; মাতালিবু উলিন নুহা ৪/৩৭৬)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ সাঈদ, চাঁদপুর।