উত্তর : অনুমান করে সে পরিমাণ টাকা দান করে দিবে। পরবর্তীতে কেউ দাবী করলে ফেরত দেওয়ার চেষ্টা করবে। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যার হাতে এমন কোন টাকা রয়েছে, যার মালিককে সে জানে না। অর্থাৎ যাদের হাতে এমন সম্পদ এসেছে যা তারা নিজেরা মালিক নয় এবং মালিককে চেনে না, তাহ’লে সে এই অর্থ গরিবদের মধ্যে বা মুসলিমদের কল্যাণমূলক কাজে ব্যয় করবে (আল-ফাতাওয়া আল-কুবরা ৪/২২০)। তিনি বলেন, এমন সকল সম্পদ, যার প্রকৃত মালিককে চেনা যায় না, যেমন দখলকৃত জিনিসপত্র, ধার দেওয়া বস্ত্ত, আমানত, ডাকাত বা চোরদের কাছ থেকে উদ্ধারকৃত অন্যের সম্পদ কিংবা মানুষের ফেলে দেওয়া সম্পদ এই সবকিছুই ছাদাক্বা করে দিতে হবে এবং তা মুসলিমদের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে (মাজমূ‘উল-ফাতাওয়া ৩০/৪১৩)।
প্রশ্নকারী : হাসান মাহমূদ, খিলক্ষেত, ঢাকা।