উত্তরঃ
১ম কারণ হ’ল, আল্লাহ বাক্য না বলে আয়াত বলেছেন। ২য় কারণ হ’ল, কুরআন
মানুষের কালাম নয়। এটি আল্লাহর কালাম। যিনি অদৃশ্য। কিন্তু তাঁর কালাম হ’ল
তাঁর সত্তার বাহ্যিক নিদর্শন। তাই তাকে আয়াত বা নিদর্শন বলা হয়। বাংলায়
উচ্চারিত কুরআন সঠিক তাজবীদ সহকারে পড়লে পূর্ণ নেকী পাওয়া যাবে। তবে সেজন্য
একজন ভাল শিক্ষকের সাহায্য নিতে হবে। ছহীহ আক্বীদা ও আমল ভিত্তিক ইসলামী
বই, পত্রিকা বা হাদীছ গ্রন্থ পাঠ করলে নেক আমল হিসাবে অবশ্যই ছওয়াব পাওয়া
যাবে। কোন অমুসলিম কুরআন তেলাওয়াত করলে এতে তার কোন ছওয়াব হবে না। কেননা
ছওয়াবের জন্য ঈমান শর্ত।