উত্তর : ঈদের ছালাতের জন্য মেহরাব নির্মাণ করা উচিৎ নয়। বরং সুন্নাত হ’ল ঈদের ছালাত খোলা জায়গায় (মাঠে বা ঈদগাহে) আদায় করা, মসজিদে নয়। ঈদের ছালাত খোলা মাঠে আদায় করা সুন্নাত। কেবল মক্কার লোকেরা হারামে পড়তে পারে (আল-মাজমূ‘ ৫/৪)। ইবনু কুদামা (রহঃ) বলেন, ‘ঈদের ছালাত ময়দানে পড়া সুন্নাত, কেননা নবী করীম (ছাঃ) সব সময় ময়দানে পড়েছেন। তিনি একবার ব্যতীত কখনো মসজিদে ঈদের ছালাত পড়েননি। সেবার তিনি বৃষ্টির কারণে মসজিদে পড়েছিলেন (ইবনু কুদামা, মুগনী ২/২৭৫-৭৬)। অতএব ঈদের মাঠে মেহরাব বানানো থেকে বিরত থাকাই কর্তব্য।
প্রশ্নকারী : শামীম আখতার, ভারত।