উত্তর : ইমাম খুৎবায় যেকোন বিষয়ে নছীহত করতে পারেন। হজ্জের ফযীলত বর্ণনা করার সময় তালবিয়া পাঠের ফযীলত বর্ণনা করতে পারেন। কিন্তু সেজন্য ফযীলত পাওয়ার আশায় এই তালবিয়া সব জায়গায় পাঠ করা যাবে না (শাওকানী, নায়লুল আওতার ৪/৩৭৯)।
প্রশ্নকারী : আহসান হাবীব, বহরমপুর, রাজশাহী।